ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বেলুচিস্তানে প্রকাশ্যে গুলি করে পাঁচজনকে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
বেলুচিস্তানে প্রকাশ্যে গুলি করে পাঁচজনকে হত্যা হাসপাতালে নেওয়া হয় মরদেহ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ বেলুচিস্তানে সড়কে প্রকাশ্যে গুলি করে পাঁচজনকে হত্যা করা হয়েছে।

প্রাদেশিক রাজধানী কোয়েটায় সোমবার (০৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হাজারা সম্প্রদায়ের লোক বলে পুলিশ জানায়।

আহত আছেন আরও একজন।

জানা যায়, মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়। গুলির লক্ষ্যবস্তু ছিল গাড়ি। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনাটি ঘটে গেছে।

প্রদেশটিতে সুন্নি ও হাজরা জনগোষ্ঠীর মানুষের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। নানা সময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

যদিও জোঙ্গিগোষ্ঠী আইএস ইতোমধ্যে ঘটনার দায় শিকার করেছে।

পাশের দেশ আফগানিস্তানেও এই জনগোষ্ঠীর মানুষের বাস। সেখানে ২০ শতাংশ (প্রায় ৬০ লাখ) মানুষ হাজারা সম্প্রদায়ের। হাজারারা চেঙ্গিস খানের বংশধর হিসেবে পরিচিত। মোঙ্গল সম্রাজ্যের এই লোকেরা খ্রিষ্টীয় ১৩ শতকে আফগানিস্তান ও তার আশেপাশে ছড়িয়ে পড়েন। দৈহিক গড়নে ভিন্নতা এবং ফারসি ভাষায় কথা বলার কারণে তাদের ভিন্নতা লক্ষ্য করা যায়।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।