শপিংমলটি থেকে ৩ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
একজন গুরুতর আহত হওয়া ছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়।
সিনডিকা শপিংমলটি অডিন্টসোভো জেলার বৃহত্তম বাণিজ্যিক ভবন। এর আয়তন ১ লাখ ৩০ হাজার বর্গমিটার এবং ১ হাজার ২০০টি দোকান রয়েছে।
স্থানীয় সময় রোববার (০৮ অক্টোবর) রাতে সূত্রপাত হওয়া এ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকারে বিষ্ফোরণের পর শপিংমলটির গুদামঘর থেকে আগুনের সূচনা হয়ে প্রায় ৫৫ হাজার বর্গমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এ গুদামঘর থেকে ভবনটির মালামাল সরবরাহ করা হয়।
রাশিয়ান সংবাদ মাধ্যম জানায়, মারাত্মক অগ্নিকাণ্ডের ফলে ভবনটির ভেতরের অন্তত ৩০০ বর্গমিটার কাঠামো ভেঙে পড়েছে।
বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এমএএম/এএসআর