ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোর শপিং সেন্টারে আগুন, ৩০০০ মানুষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
মস্কোর শপিং সেন্টারে আগুন, ৩০০০ মানুষ উদ্ধার মারাত্মক অগ্নিকাণ্ডে শপিংমলের অন্তত ৩০০ বর্গমিটার কাঠামো ভেঙে পড়েছে

রাশিয়ার রাজধানী মস্কোর অডিন্টসোভো জেলার সিনডিকা শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ১০০ জন দমকলকর্মী এবং তিনটি হেলিকপ্টারও নিয়োজিত রয়েছে।

শপিংমলটি থেকে ৩ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

একজন গুরুতর আহত হওয়া ছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়।

সিনডিকা শপিংমলটি অডিন্টসোভো জেলার বৃহত্তম বাণিজ্যিক ভবন। এর আয়তন ১ লাখ ৩০ হাজার বর্গমিটার এবং ১ হাজার ২০০টি দোকান রয়েছে।

স্থানীয় সময় রোববার (০৮ অক্টোবর) রাতে সূত্রপাত হওয়া এ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকারে বিষ্ফোরণের পর শপিংমলটির গুদামঘর থেকে আগুনের সূচনা হয়ে প্রায় ৫৫ হাজার বর্গমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এ গুদামঘর থেকে ভবনটির মালামাল সরবরাহ করা হয়।

রাশিয়ান সংবাদ মাধ্যম জানায়, মারাত্মক অগ্নিকাণ্ডের ফলে ভবনটির ভেতরের অন্তত ৩০০ বর্গমিটার কাঠামো ভেঙে পড়েছে।

বাংলাদেশ সময়:  ০০৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এমএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।