নিউজ চ্যানেল অস্ট্রেলীয় ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) ‘ফোর সিজনস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময়ের বিভিন্ন বিষয় তুলে ধরে হিলারি বলেন, হোয়াইট হাউসে যাওয়ার দৌড়েও নির্বাচনে তিনি একজন বিপজ্জনক প্রার্থী ছিলেন।
এবিসির সাংবাদিক সারাহ ফার্গুসনের এক প্রশ্নের উত্তেরে ট্রাম্পের কাছে হেরে যাওয়া হিলারি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি (ডোনাল্ড ট্রাম্প) একজন বিপজ্জনক প্রেসিডেন্ট।
‘আমি মনে করি তিনি একজন আবেগতাড়িত ও আত্ম- নিয়ন্ত্রণহীন এবং প্রতিহিংসাপরায়ণ মানুষ। ’
হোয়াইট হাউসে রিপাবলিকানদের নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বিগ্ন হওয়া উচিত কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি সারা বিশ্বের উদ্বিগ্ন হওয়া উচিত। ’
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এমএ/