বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে রাজ্য সরকারের সচিবালয়ের বাইরে থেকে আম আদমি পার্টির (এএপি) সরকারপ্রধানের আলোচিত নীলরঙা ‘ওয়াগন আর’ কারটি খোয়া যায়।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এমন আলোচিত ঘটনার পর পুলিশ সচিবালয়ের সম্মুখ পর্যবেক্ষণে স্থাপিত গোপন ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ পর্যবেক্ষণ করছে।
চোরাই যাওয়ার আগে কেজরিওয়ালের ঘনিষ্ঠ এএপির একজন তরুণ নেতা গাড়িটি চালিয়েছিলেন। তিনিই সচিবালয়ের সামনে রাখেন গাড়িটি।
উপহার হিসেবে পাওয়া কেজরিওয়ালের এ ‘ওয়াগন আর’ নয়াদিল্লিতে চলতি বছর খোয়া যাওয়া ৩০ হাজার ৪৪৯তম গাড়ি।
গাড়ি হারিয়ে উল্টো কেজরিওয়াল প্রশাসনকে প্রশাসনিক ব্যর্থতার দায়ে সমালোচনা শুনতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এইচএ