বৃহস্পতিবার (০২ নভেম্বর) দেশটির উচ্চ আদালতের শুনানির সময় এ আবেদন জানান তিনি।
কার্লেস পুজদেমন্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
পরদিন শনিবার কাতালোনিয়া আঞ্চলিক সরকারকে বরখাস্ত করার পর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় স্পেনের ডেপুটি প্রধানমন্ত্রীর হাতে।
এরপর পুজদেমন্তের আইনজীবী পল বেকার্ট সংবাদমাধ্যমে জানান, বেলজিয়ামে বসেই আইন অনুযায়ী যে কোনো প্রশ্নের উত্তর দেবেন তিনি।
মঙ্গলবার স্বাধীনতাকামী কাতালোয়িনার সাবেক প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তিনি বেলজিয়ামে কোনো আশ্রয় চাননি। পরিস্থিতির কারণে পালিয়ে এসেছেন। সঙ্গে এসেছেন আরও পাঁচ নেতা। তবে এখনই সেখানে ফিরছেন না তিনি।
উল্লেখ্য, কেন্দ্রসহ সব মহলের বাধা উপেক্ষা করে ১ অক্টোবর গণভোটের আয়োজন করে কাতালোনিয়া। নিজস্ব স্বাধীনতার পক্ষে রায় দিয়েছিলেন ৯০ শতাংশ ভোটার।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমএ