ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাই বিমানবন্দর থেকে সন্দেহভাজন আইএস সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
মুম্বাই বিমানবন্দর থেকে সন্দেহভাজন আইএস সদস্য আটক

মুম্বাই বিমানবন্দর থেকে সন্দেহভাজন এক আইএস সদস্য আটকের তথ্য জানিয়েছেন মুম্বাই পুলিশের শীর্ষ কর্মকর্তা। আবু জাইদ নামে ওই যুবককে আটক করেছে উত্তর প্রদেশ অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)।

এডিজি আনন্দ কুমার নামে ওই কর্মকর্তা জানান, সন্দেহভাজন আইএস সদস্য আবু জাইদ শনিবার (০৪ নভেম্বর) সৌদি আরব থেকে মুম্বাই বিমানবন্দরে আসার পর এটিএস টিম তাকে আটক করে।

তিনি আরো জানান, আটক জাইদ রিয়াদে বসবাস করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপ করে যুবকদের ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে আইএস-এ ভেড়ানোর কাজে যুক্ত ছিলো।

তাকে লক্ষ্ণৌতে এনে আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে। পরে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে গত এপ্রিলে এটিএস আইএস-র চার সদস্যকে আটক করে। তারা হলেন- উমর ইলিয়াস নাজিম, গাজি বাবা ইলিয়াস মুজাম্মেল, মুফতি ইলিয়াস ফাইজান ও জাকাওয়ান ইলিয়াস এহতেশাম।  

তদন্তের একপর্যায়ে আইএস সদস্য হিসেবে আবু জাইদের নাম উঠে আসে জানিয়ে এডিজি আনন্দ কুমার বলেন, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা কথা বলতো। আবু জাইদ তাদের আদর্শ।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।