দ্য সোসাইটি অব মোটর ম্যানুফেকচারার্স অ্যান্ড ট্রেডার্স (এসএমএমটি) এর দাবি- কম কার্বন নিঃসরণ হয় এমন ডিজেলচালিত গাড়ি কিনতে সরকারের পক্ষ থেকে যেনো সব ধরনের উৎসাহ ও প্রণোদনা দেওয়া হয়।
এক পরিসংখ্যানে বলা হয়েছে, যুক্তরাজ্যে সামগ্রিকভাবে যানবাহন বিক্রির হার কমেছে ১২ শতাংশ, যা টানা সাত মাস অব্যাহত রয়েছে।
এসএমএমটি’র প্রধান নির্বাহী মাইক হস বলেন, ব্যবসা মন্দা এবং ক্রেতাদের আস্থাহীনতা কমে যাওয়ার প্রভাব পড়ছে গাড়ির বাজারে। ডিজেলের উপর সরকারের নীতির বিভ্রান্তিও এর পেছনে দায়ী। আসছে শরতের বাজেটে ক্রেতাদের আস্থা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
জেডএস