ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানে আটক ২০১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানে আটক ২০১

সৌদি আরবে অব্যাহত দুর্নীতির মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার অর্থাৎ ১০ হাজার কোটি টাকার অপব্যবহার হয়েছে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল মোজেব।

সংবাদমাধ্যম বিবিসি দেশটির অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে বলেছে, সৌদিতে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মাধ্যমে কমপক্ষে ১০০ বিলিয়ন পাউন্ড অপব্যহার হয়েছে।

শেখ সৌদ আল মোজেব বলেন, শনিবার রাতে শুরু হওয়া দুর্নীতি দমন কমিটি জিজ্ঞাসাবাদের জন্য ২০১ জনকে আটক করা হয়েছে।

তবে তিনি কোনো নাম উল্লেখ করেননি। নাম উল্লেখ না করলেও মন্ত্রী ও প্রভাবশালী ব্যবসায়ীরা এর সঙ্গে যুক্ত রয়েছেন বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল।  

দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, এতে দেশটির স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম কোনো প্রভাব পড়েনি, শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।  

অ্যাটর্নি জেনারেল বলেন, তরুণ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে পরিচালিত নতুন দুর্নীতি দমন কমিটি দ্রুত কাজ করছে। এখন পর্যন্ত ২০৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তন্মধ্যে ৭ জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হয়েছে।  

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, যেসব দুর্নীতির প্রাদুর্ভাব উন্মোচিত হয়েছে, সেগুলো অত্যন্ত বড়। গত তিন বছরে ধরে চালানো তদন্তের ভিত্তিতে আমরা অনুমান করছি প্রায় ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসএম/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।