ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টাইফুনে ক্ষতিগ্রস্ত ভিয়েতনামে জরুরি ত্রাণ পাঠাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
টাইফুনে ক্ষতিগ্রস্ত ভিয়েতনামে জরুরি ত্রাণ পাঠাচ্ছে চীন টাইফুনে ক্ষতিগ্রস্ত ভিয়েতনাম

টাইফুন ‘ডেমরি’তে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে জরুরিভিত্তিতে ত্রাণ পাঠানোর কথা জানিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় (মিনিস্ট্রি অব কমার্স) থেকে শুক্রবার (১০ নভেম্বর)  এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, টাইফুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত ভিয়েতনামে যত দ্রুত সম্ভব মানবিক সাহায্য ও সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

তবে কি ধরনের সাহায্য-সহযোগিতা দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

গত শনিবার (০৪ নভেম্বর) ভিয়েতনামের দক্ষিণে আঘাত হানে টাইফুন ‘ডেমরি’। এতে প্রবল বর্ষণে ভূমিধস ও বন্যায় শেষ খবর পর্যন্ত ১০৬ জনের প্রাণহানি হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২৫ জন। আহত হয়েছেন প্রায় দু’শ’ লোক।

প্রাকৃতিক এ দুর্যোগে এক লাখ ২০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে অন্তত দুই হাজার ঘরবাড়ি, ডুবেছে এক হাজার দুইশ’ ৩১টি কার্গো ও মাছ ধরার জাহাজ। আর পানিতে তলিয়ে মারা গেছে ৪৩ হাজারের বেশি গবাদি পশু।

এর মধ্যেই দেশটিতে চলছে এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলন। যাতে বিশ্বের শীর্ষ স্থানীয় নেতারা অংশ নিয়ে বড় বড় বুলি আওড়াচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।