ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ নির্বাচনে মার্কিন হস্তক্ষেপের শঙ্কা পুতিনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
রুশ নির্বাচনে মার্কিন হস্তক্ষেপের শঙ্কা পুতিনের ভ্লাদিমির পুতিন

আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এবার উল্টো মার্কিন হস্তক্ষেপের শঙ্কার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভিয়েতনামে আন্তর্জাতিক সম্মেলনের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মস্কোতে পুতিন বলেন, ২০১৬ সালে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ‘হস্তক্ষেপের অজুহাতে’ ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে ওয়াশিংটন।  

মার্কিন নির্বাচনে রাশিয়ার হাত থাকার অভিযোগ এখনও প্রমাণ করা যায়নি বলেও মত তার।

রাশিয়ার ক্রীড়াবিদদের বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ এবং এ কাজে সরকারের জড়িত থাকার যে খবর প্রচার করা হচ্ছে তা নাকচ করে দেন পুতিন। বলেন, আগামী বছরের অলিম্পিক কেন্দ্র করে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের লক্ষ্যে এই ইস্যুটি সাজানো হচ্ছে। যাতে জনপ্রিয়তায় ভাটা পড়ে।

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী দলের সঙ্গে রুশ যোগাযোগ হয়েছিল কিনা বা মস্কো ট্রাম্পকে সহায়তা করেছিল কিনা সে বিষয়ে তদন্ত চলছে মার্কিন কংগ্রেস কমিটিতে। যদিও এরই মধ্যে ট্রাম্পের বেশ কয়েকজন সহযোগী স্বীকার করেছেন রাশিয়ার সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল।

এদিকে ভিয়েতনামে ট্রাম্প-পুতিন বৈঠক হওয়ার কথা শোনা গেলেও কার্যত সেটি হয়নি।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।