রাশিয়ার বিখ্যাত বেজ জাম্পার ভ্যালেরি রোজভ উইংস্যুট পরে ঝাপ দিয়েছিলেন নেপালের এভারেস্ট রেঞ্জের একটি চূড়ার প্রায় সাড়ে ২২ হাজার ফুট উঁচু থেকে। কিন্তু ল্যান্ডিংটা সফল হয়নি তার।
রোজভ রাশিয়ান প্যারাস্যুটিংয়ের আইকন। রাষ্ট্রীয় বড় খেতাবও জিতেছেন এই বেজ জাম্পার। সব শেষ ১০ বছর তিনি ভয়ংকর খেলায় মাতেন। পর্বতারোহণ ও জাম্পিংয়ে এসময় মনোনিবেশ করেন। ফ্রি ফলিংয়ে বিশ্বরেকর্ডও গড়েন তিনি। সাত মহাদেশের সর্বোচ্চ সাত পর্বত শৃঙ্গ থেকে তিনি বেজ জাম্পিং করেছেন।
সবশেষ নেপালের এভারেস্ট অঞ্চলের আমা ডাবলাম এর ২২ হাজার ৩শ ৪৯ ফুট উঁচু থেকে উইংস্যুট পরে ঝাপ দেন বলে জানান নেপালের সেভেন সামিট ক্লাবের মিঙ্গমা গেলু শেরপা। বলেন, আমরা এরই মধ্যে হেলিকপ্টার পাঠিয়েছি। চেষ্টা করছি তার মরদেহ ফিরিয়ে আনতে।
তবে ঠিক কীভাবে তিনি দুর্ঘটনার কবলে পড়েন তা এখনও স্পষ্ট নয় বলে জানান তিনি।
রোজভ ২০১৬ সালে মাউন্ট চো ওইউ পর্বত শৃঙ্গের সাড়ে ২৫ হাজার ফুট উঁচু থেকে বেজ জাম্পিং করে নিজের আগের রেকর্ড ভাঙেন। বেজ জাম্পিং এমন একটি ভয়ংকর খেলা, যাতে উপর থেকে বিশেষ পোশাক পরে ঝাপিয়ে প্যারাস্যুট খোলার আগপর্যন্ত শূন্যে ভাসতে হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এএ