নমপেন: বিচারকাজে সরকারি হস্তক্ষেপে ক্ষুব্ধ হয়ে কম্বোডিয়ায় জাতিসংঘের সমর্থনে গণহত্যা ট্রাইব্যুনালের বিচারক সিগফ্রিড ব্লাঙ্ক পদত্যাগ করেছেন। আরও মামলা করার বিরুদ্ধে দেওয়া সরকারি বিবৃতির প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন বলে সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন।
ওই জার্মান বিচারক বলেন, ‘ওই বিবৃতির মানে হলো, বিচারকাজে সরকারের হস্তক্ষেপ। ’ আদালতের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা যাতে সন্দেহযুক্ত না হয়ে পড়ে সে কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানান।
ব্লাঙ্ক তার তত্ত্বাবধানে নতুন করে আরও দুটি মামলা নিলে সরকার আপত্তি জানায়। পরে মানবাধিকার সংগঠন হিউস্যান রাইটস ওয়াচ তাকে পদত্যাগের আহ্বান জানায়।
কম্বোডিয়ায় সমাজতান্ত্রিক খেমাররুজদের চার বছরের শাসনামলে প্রায় ২০ লাখ মানুষ না খেয়ে, অতিরিক্ত পরিশ্রমে এবং সরকারি বিচারে দ-প্রাপ্ত হয়ে প্রাণ হারিয়েছে।
এই গণহত্যার বিচারে জাতিসংঘের সমর্থনে বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। তবে এ পর্যন্ত কেবল খেমাররুজ কারাগার প্রধান ডুচের বিচার হয়েছে।
পল পটসের ডেপুটি নুন চিসহ চার শীর্ষ নেতার বিচার আগামী মাসে শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১