কায়রো: মিসরের অর্থমন্ত্রী হাজেম আল বেবলাওয়ি গত মঙ্গলবার পদত্যাগ করেছেন। রোববার কপটিক খ্রিন্টান এবং সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পরপরই তিনি পদত্যাগ করলেন।
অর্থমন্ত্রী হাজেম একই সঙ্গে মিসরের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। দেশটির রাষ্ট্রায়ত্ব মিডল ইস্ট বার্তা সংস্থায় হাজেলের পদত্যাগ করার সংবাদ পরিবেশন করা হলেও ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন তা স্পষ্ট করে কিছু বলা হয়নি।
রোববার মিসরের সবচেয়ে বড় ক্যাথেড্রল চার্চে সেনাবাহিনীর সঙ্গে কপটিক খ্রিস্টানদের সংঘর্ষ বাধে। আর এই সংঘর্ষে কয়েক ডজন মানুষ মারা যায়। হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর মিসরে এটাই সবচেয়ে বড় হতাহতের ঘটনা।
নিরস্ত্র জনগণের ওপর মিসরীয় বাহিনীর হামলা মিসরের বর্তমার সরকারকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে। রাষ্ট্রায়ত্ব সংবাদ মাধ্যম আল আহরাম জানায়, প্রধানমন্ত্রী এশাম শরাফ হাফেজের পদত্যাগের বিষয়ে অবগত এবং ক্ষমতাসীন সেনাবহিনী কাউন্সিল হাজেমের পদত্যাগের বিষয়ে অনুমতি দিয়েছে।
বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১