নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে করপোরেট বাণিজ্যের বিরুদ্ধে বিক্ষোভরত ওয়ালস্ট্রিট বিরোধীরা নিউইয়র্কের জুকোত্তি পার্কে অবস্থান করার শপথ নিয়েছে।
বৃহস্পতিবার তারা এ ঘোষণা দেওয়ার পর ওই পার্কের মালিক পক্ষ শুক্রবার সকালে পার্ক পরিষ্কার সিদ্ধান্ত নেয়।
ব্যক্তি মালিকানার ওই পার্ক পরিষ্কারের সিদ্ধান্তকে উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেন বিক্ষোভকারীরা। তাদের উচ্ছেদ করতেই এই সিদ্ধান্ত বলে তারা অভিযোগ করেন।
অবশ্য পরে এই সিদ্ধান্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ। শুক্রবার এক বিবৃতিতে তারা এই কথা জানিয়েছে।
গত চার সপ্তাহ ধরে শত শত বিক্ষোভকারী ওই পার্কে তাঁবু গেড়ে আছেন। এর মধ্যেই এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের অনেক শহরেই ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, মার্কিন পুঁজিবাদের প্রাণকেন্দ্র ওয়ালস্ট্রিট এবং করপোরেট প্রতিষ্ঠানগুলোর সীমাহীন লোভই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সঙ্কটের জন্য দায়ী। আর এতে সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মার্কিনিরা।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১