ওয়াশিংটন: ভারত ও ব্রাজিলের মতো উদীয়মান শক্তিগুলোর নেতাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন।
শুক্রবার নিউইয়র্ক অর্থনীতি ক্লাবে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের উদ্দেশে হিলারি বলেন, ‘এই দেশগুলো তাদের পররাষ্ট্র নীতির কেন্দ্রে সব সময় অর্থনীতিকে নিয়ে আসে।
তিনি বলেন, ‘যখনই তাদের নেতারা পররাষ্ট্র নীতি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েন তখন একেবারে অভ্যন্তরীণ সমস্যার ক্ষেত্রে যেমনটি করেন; প্রথমেই তারা প্রশ্ন করেন, ‘এই নীতি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কীভাবে প্রভাবিত করবে?’
হিলারি বলেন, ‘আমাদেরও ঠিক একই প্রশ্ন করা উচিত। এটা আমাদের পররাষ্ট্র নীতিকে পরিচালিত করবে- এই কারণে নয় বরং পররাষ্ট্র নীতির সমীকরণে এটা একটি গুরুত্বপূর্ণ অংশ। ’
অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে মার্কিন পররাষ্ট্র নীতিকে হালনাগাদ করার ঘোষণা দিয়েছেন হিলারি ক্লিনটন।
অর্থনৈতিক সংকটের কারণে অনেক সরকার ক্ষমতা হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আরেমরিকানদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবৃদ্ধির জন্য ব্যবসা, বিনিয়োগ ও বাণিজ্য কূটনীতির আধুনিকায়ন করা হচ্ছে। ’
তবে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে স্থবির হয়ে গেলে আন্তর্জাতিক অঙ্গণে যুক্তরাষ্ট্র প্রতিযোগিতায় টিকতে পারবে না বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
হিলারি স্বীকার করেন, বিশ্বের কৌশলগত ও অর্থনৈতিক ভরকেন্দ্র এখন প্রাচ্যের দিকে সরে যাচ্ছে। আর একারণেই যুক্তরাষ্ট্রের দৃষ্টি এখন নিবদ্ধ এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১