ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়াতে ১৬ অক্টোবর স্টিভ জবস দিবস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১

ক্যালিফোর্নিয়া: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর জেরি ব্রাউন আগামী ১৬ অক্টোবরকে ‘স্টিভ জবস’ দিবস হিসেবে ঘোষণা করেছেন। প্রযুক্তিপণ্য নির্মাতা শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপলের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্টিভ জবসের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে শনিবার এই ঘোষণা দেন তিনি।



শনিবার সকালের দিকে একটি টুইট বার্তায় জেরি লিখেন, ‘আগামী রোববার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে স্টিভ জবস দিবস পালিত হবে। ’

স্টিভ জবস ক্যান্সার আক্রান্ত হয়ে মাত্র ৫৬ বছর বয়সে মারা যাওয়ার এক সপ্তাহ পর জেরি ব্রাউন এই ঘোষণা দিলেন।

অর্থনৈতিক মন্দায় পর্যুদস্ত যুক্তরাষ্ট্রের বেকার নেটিজেনরা (ইন্টারনেট ব্যবহারকারী) অবশ্য জেরির টুইটের তীর্যক মন্তব্য করেছেন।

একজন মন্তব্যকারী লিখেছেন, ‘আসছে রোববার ক্যালিফোর্নিয়াতে স্টিভ জবস দিবস... এবং কোথাও কর্মসংস্থান দিবস (জবস ডে) নেই। ’

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়াতে অ্যাপলের প্রধান কার্যালয় অবস্থিত। এখানেই অ্যাপল-২ থেকে ম্যাকিনটোশ, আইপোড, আইফোন এবং আইপ্যাডের মতো জনপ্রিয় পণ্য উদ্ভাবনের মাধ্যমে বিখ্যাত হয়েছেন স্টিভ জবস।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।