ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনের রাজধানীতে ব্যাপক বিক্ষোভ, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১
ইয়েমেনের রাজধানীতে ব্যাপক বিক্ষোভ, নিহত ৯

সানা: ইয়েমেনের রাজধানী সানায় শনিবার প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ। এসময় সরকারি বাহিনীর সশস্ত্র প্রতিরোধে নিহত হয়েছেন কমপক্ষে ৯ জন এবং আহত হয়েছেন আরও অনেকে।



স্থানীয় কর্মকর্তা ও হাসপাতালে কর্মরত চিকিৎসকরা হতাহতের খবর নিশ্চিত করেছেন।

দশ হাজারেরও বেশি মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের কেন্দ্রের দিকে যেতে থাকলে চারদিক থেকে কাঁদানে গ্যাস এবং জল কামান দিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করা হয়।

ইয়েমেনে প্রেসিডেন্ট সালেহর পদত্যাগের দাবিতে আট মাস ধরে রাজপথে বিক্ষোভ চলছে।

সানার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরে বিরোধীদের ঘাঁটি চেঞ্জ স্কয়ার থেকে হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট সালেহর পদত্যাগ দাবি করে মিছিল নিয়ে রাস্তা প্রদক্ষিণ করে। এই এলাকাটি সালেহর অনুগত এলিট রিপাবলিকান গার্ডরা ঘিরে রেখেছে।

আহত বহু মানুষকে অ্যাম্বুলেন্সে করে সিক্সটি স্ট্রিট হয়ে হাসপাতালে নিতে দেখা গেছে।

সানার এই এলাকায় বিক্ষোভকারীরা এক মাস ধরে প্রতিবাদ জানিয়ে আসছে।

পশ্চিমা দেশগুলোর অব্যাহত আহ্বান সত্ত্বেও পদত্যাগ করতে রাজি হচ্ছেন না সালেহ। গত অক্টোবরে টেলিভিশনে তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। কিন্তু এখন পর্যন্ত তার সদিচ্ছার ব্যাপারে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ এর আগে অনেকবারই তিনি এরকম প্রতিশ্রুতি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।