মেক্সিকো সিটি: মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর মাতামোরসে একটি কারাগারে কয়েদিরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হলে কমপক্ষে ২০ জন কয়েদি নিহত হন। রোববার ওই কারা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
কর্মকর্তারা জানান, দুই জন কয়েদির মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে অন্য কয়েদিরাও এতে যোগ দেন। একসময় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং তা সারা রাত ধরে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রাদেশিক এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনী ডাকা হয়।
মাতামোরস মেক্সিকোর তামাওলিপাস প্রদেশের একটি শহর। কারাগারটি যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছাকাছি। এই অঞ্চলে মাদক চোরাকারবারি প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়।
প্রাদেশিক সরকার অবশ্য কয়েদিদের ওই সংঘর্ষের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। সংঘর্ষে আরও ১২ জন কয়েদি আহত হয়েছে বলে জানানো হয়েছে।
মেক্সিকোর কারাগারে কয়েদিদের সংঘর্ষ অবশ্য নতুন নয়। প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ী গ্রুপের সদস্যরা এক কারাগারে থাকলে এমন সংঘর্ষ হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১১