ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের ফিলিস্তিনি বন্দি মুক্তির তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১১
ইসরায়েলের ফিলিস্তিনি বন্দি মুক্তির তালিকা প্রকাশ

তেল আবিব: ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে বন্দি ৪৭৭ জনের নাম প্রকাশ করেছে দেশটির বিচার মন্ত্রণালয়। রোববার প্রকাশিত এই তালিকায় অন্তর্ভূক্তদের মুক্তি দেবে ইসরায়েল।



হামাসের হাতে আটক ইসরায়েলি সেনা গিলাদ শালিতের বিনিময়ে প্রথম ধাপে এই ৪৭৭ জনকে ছেড়ে দেওয়া হবে বলে বিচার মন্ত্রণালয় জানিয়েছে।

ওই তালিকার মধ্যে ৪৫০ জন পুরুষ এবং ২৭ জন নারী রয়েছেন।

এই তালিকার অধিকাংশ বন্দিকে পশ্চিম তীর অথবা গাজায় ফেরত পাঠানো হবে। তবে তাদের কাউকে কাউকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অধীনে ফিলিস্তিনি ভূখ-ে অথবা সীমান্তের বাইরে স্থানান্তর করা হবে বলে জানানো হয়েছে।

তবে ‘নিরাপত্তা ব্যবস্থা’ বলতে কী বোঝানো হয়েছে তা পরিষ্কার নয়। এই ব্যবস্থা বলতে গৃহবন্দীত্ব, বিশেষ নজরদারি এমনকি পশ্চিম তীরের অন্য কোনো কারাগারে স্থানান্তরও বোঝানো হতে পারে।
 
হামাসের একটি ওয়েবসাইটে ইসরায়েলে আটক বন্দি যাদের মুক্তি দেওয়ার কথা তারা (হামাস) বলছে তাদের একটি তালিকা গত শুক্রবার প্রকাশিত হয়েছে।

রোববার ইসরায়েলের প্রকাশিত তালিকা দেখে গাজার অনেকে হতবাক হয়েছেন। হামাস ইসরায়েলের স্বেচ্ছাচারিতা মেনে নিচ্ছে কি না এই ভেবে অনেকে উদ্বিগ্ন।

হামাসের শীর্ষ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একটি সূত্র জানিয়েছে, তারা প্রত্যাশা করেছিল ‘আল-কাসাম’ ব্রিগেডের শীর্ষ ছয় নেতাকে ইসরায়েল মুক্তি দেবে। কিন্তু প্রকাশিত তালিকায় শুধু ইয়াহিয়া আল সিনওয়ার নাম রয়েছে।

আল কাসাম হচ্ছে হামাসের সামরিক শাখা।

২০০৬ সালে গাজা সীমান্তে ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে আটক করে হামাস।

এই সেনার মুক্তির জন্য গত মঙ্গলবার হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।