ব্যাংকক: থাইল্যান্ডে গত অর্ধশতকের মধ্যে ভয়াবহতম বন্যায় রোববার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৭ জনে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দু‘মাস ধরে চলা প্রবল বর্ষণে দেশটির ৬১টি প্রদেশের কমপক্ষে ৮৫ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে।
বন্যায় সবচে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাচীন শহর অযুত্থারা। এই এলাকায় নদীর কূল ছাপিয়ে চারদিক প্লাবিত হয়েছে। জলমগ্ন রাস্তায় ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত সেনা সদস্যদের গাড়িগুলো খুব ধীরে চলছে।
বন্যা কবলিত এলাকার লোকজন নৌকায় করে বাসার আসবাবপত্র সরিয়ে নিচ্ছে। রাজধানী ব্যাংককে সেনা সদস্যরা জল নিষ্কাশনের নালাগুলি প্রশস্ত করা এবং শহর রক্ষাকারী বাঁধগুলো আরও শক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
থাই সরকার জানিয়েছে, ত্রাণ সহায়তার জন্য ইতোমধ্যে তারা ২০ লাখ ৭ হাজার ডলার সহায়তা পেয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, শিগগির তারা ২৬টি হেলিকপ্টার পাঠাবে।
জাতিসংঘের সংস্থাগুলোও সহায়তার আশ্বাস দিয়েছে। জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য কেন্দ্রও কাজ শুরু
করবে বলে জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১১