ডেরা ইসমাইল খান, পাকিস্তান: পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় মার্কিন চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় তিনজন মিশরীয় নিহত হয়েছেন। এদের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের সম্পর্ক রয়েছে এবং একজন সংগঠনের প্রধান অর্থ সংগ্রাহক বলে রোববার জানিয়েছেন পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, গত শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানের মিরাশাহে একটি গাড়ির পাশে ক্ষেপণাস্ত্র হামলা হলে ওই তিন ব্যক্তি নিহত হন।
নাম প্রকাশ না করার শর্তে ওই গোয়েন্দা কর্মকর্তারা জানান, ওই হামলায় আরও একজন নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।
নিহত তিন মিশরীয়র মধ্যে একজনের নাম আবদুল্লাহ (২৮)। তিনি হাক্কানি গ্রুপের অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন। স্থানীয়ভাবে তিনি নাদিম নামে পরিচিত।
আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত করার পথে হাক্কানি নেটওয়ার্ককে বড় হুমকি বলে মনে করে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১১