ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটনে দেশটির নাগরিক অধিকার আন্দোলনের নেতা প্রয়াত ড. মার্টিন লুথার কিংয়ের একটি নতুন আবক্ষমূর্তির উদ্বোধন করেছেন।
এ সময় ওবামার সঙ্গে তার স্ত্রী মিশেল ওবামা, তার দুই কন্যা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে কয়েক হাজার দর্শকের সামনে এই অনুষ্ঠানে ওবামা তার বক্তৃতায় বলেন,‘আমেরিকানদের ড. কিংয়ের স্বপ্ন এবং ঐক্যের নীতি বাস্তবায়ন করা উচিৎ। আজকের দিনে আমরা একটি মানুষ এবং আন্দোলনকে উদযাপন করি যিনি এই দেশের জন্য অনেক করেছেন। আসুন আমরা তার আগের সংগ্রাম থেকে শিক্ষা নেই। ’
ওবামা বলেন, ড. কিং যখন দুর্দশার মধ্য দিয়ে যেতেন তখন চলতি হাওয়া অনুযায়ী হতাশ হয়ে পড়তেন না। তিনি স্বপ্নময় ভবিষ্যতের জন্য অপেক্ষা করতেন।
অভিভাবকের আসনে থেকে যারা আমাদের প্রেরণা যুগিয়েছেন তাদের কথা উল্লেখ করে ওবামা বলেন, ভাস্কর্যের মাধ্যমে কিং এখানে সব সময় দাঁড়িয়ে থাকবেন।
বক্তৃতায় ওবামা বলেন, ড. কিং এখন আমেরিকার স্থপতিদের মধ্যে ঠাঁই পেলেন। এই আবক্ষমূর্তিটি লুথার কিং ১৯৬৩ সালে তার বিখ্যাত ‘আই হ্যাভ এ ড্রিম’ শিরোনামের বক্তৃতা যেখানে বসে দিচ্ছিলেন তার কাছেই। এর উচ্চতা ৩০ফুট।
মার্টিন লুথার কিং ১৯২৯ সালে আটলান্টা অঙ্গরাজ্যের জর্জিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন যাজক এবং আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের গুরুত্বর্পূণ ব্যক্তি ছিলেন।
মার্টিন লুথার ১৯৬৮ সালে টেনিসি অঙ্গরাজ্যের মেমফিস ভ্রমণকালে আততায়ীর গুলিতে নিহত হন। তখন তার বয়স ছিল ৩৯।
এই অনুষ্ঠান আগস্টে হওয়ার কথা ছিল। কিন্তু হারিকেন আইরিনের কারণে তা স্থগিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১