ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া: এনটিসি সেনারা বনি ওয়ালিদে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১
লিবিয়া: এনটিসি সেনারা বনি ওয়ালিদে

ত্রিপোলি: লিবিয়ার জাতীয় অর্ণ্তবর্তী পরিষদের (এনটিসি) অনুগত সেনারা দাবি করেছেন, তারা দেশটির ক্ষমতাচ্যুত পলাতক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি সেনাদের দখলে থাকা সর্বশেষ শহর বনি ওয়ালিদে প্রবেশ করেছেন।

এনটিসির সামরিক কমান্ডার জানান, তারা গাদ্দাফি অনুগত সেনাদের কাছ থেকে ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন।

বনি ওয়ালিদ দেশটির রাজধানী ত্রিপোলি থেকে ১৭০কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

একই সময়ে গাদ্দাফির নিজ শহর সিরতেও যুদ্ধ চলছে।

ত্রিপোলিতে বুলডোজার দিয়ে গাদ্দাফির বাসভবন কাম দুর্গ বাব আল-আজিজিয়ায় হামলা শুরু হয়েছে। অর্ন্তবর্তী পরিষদের নেতারা বলছেন, এখন স্বৈরশাসনের প্রতীক ভেঙে ফেলার সময় এসেছে।

এনটিসি কমান্ডারা জানান, সেনারা মরু শহর বনি ওয়ালিদে নতুন করে হামলা চালিয়েছে।

কিন্ত অর্ন্তবর্তী পরিষদের সেনারা কতদূর এগিয়েছে তা অস্পস্ট। একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায়, এনটিসি সেনারা রোববার উত্তর এবং দক্ষিণ দিক থেকে গোলন্দাজ হামলার মাধ্যমে বনি ওয়ালিদে গাদ্দাফি সেনাদের ওপর আক্রমণ শুরু করে।

এনটিসি কমান্ডার জামাল সালেম ওই আন্তর্জাতিক বার্তা সংস্থাটিকে জানান, ‘আজ রোববার সকালে আমরা দক্ষিণ-পশ্চিম দিক থেকে হামলা চালিয়েছি। আমাদের সেনারা বিকেলে শহরের মধ্যে প্রবেশ করবে। কিন্তু আমরা গাদ্দাফি অনুগতদের থেকেও ব্যাপক প্রতিরোধের মুখোমুখি হচ্ছি। ’

 কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এনটিসি সেনারা সিটি সেন্টারের কাছে পৌঁছেছে। কিন্তু এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।