ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া ইস্যুতে ১৫ দিনের মধ্যে সংলাপ আহবান করবে আরব লিগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১
সিরিয়া ইস্যুতে ১৫ দিনের মধ্যে সংলাপ আহবান করবে আরব লিগ

কায়রো: কয়েকমাস ব্যাপী সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আরব দেশুগলোর শীর্ষ সংস্থা সিরিয়ার সরকার এবং বিরোধীদের সঙ্গে ১৫ দিনের মধ্যে সংলাপ অনুষ্ঠানের কথা জানিয়েছে।

মিশরে এক জরুরি বৈঠকে আরব লিগের  দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়াকে সংস্থাটির পদ থেকে বাদ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দামস্ক এ ব্যাপারে কোন কিছু  না জানাতে গোপনীয়তা অবলম্বন করেছে।

এরই মধ্যে সিরিয়ার কয়েকটি অঞ্চলে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা জানান, প্রেসিডেন্টের অনুগত বাহিনী লেবাননের সীমান্তের কাছে জাবাদানি শগরে নতুন করে হামলা চালিয়েছে। একই সময়ে দেশটির হামা এবং ইদলিব প্রদেশে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

জাতিসংঘ জানিয়েছে, সিরিয়াতে মধ্য মার্চ থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ৩,০০০ লোক প্রাণ হারিয়েছে।

সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের জন্য দামেস্কর ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।