তেলআবিব: আটক ইসরায়েলি সেনা গিলাড শালিতের (২৫) পাঁচ বছরের বন্দী জীবনের অবসান হতে যাচ্ছে আজ। এক হাজার ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ শালিতকে আজ মুক্তি দিচ্ছে।
সার্জেন্ট শালিতকে ২০০৬ সালে চরমপন্থী হামাস জঙ্গিগোষ্ঠীর সদস্যরা ইসরায়েলের ভেতর ঢুকে আটক করে। ফিলিস্তিন কর্তৃপক্ষ যে এক হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে তাদের মধ্য থেকে ৪৭৭জনকে মুক্তি দেওয়া হবে মঙ্গলবার।
ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বড় আকারের একদল বন্দী ইসরায়েলের দক্ষিণের একটি কারাগার ত্যাগ করতে শুরু করেছে। একই সময়ে বন্দীদের একটি ছোট দল ইসরায়েলের মধ্যাঞ্চলের কারাগার ত্যাগ করতে শুরু করেছে। বাকি ৫৫০জনকে আগামী মাসে ধীরে সুস্থে মুক্তি দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিআমিন নেতানিয়াহু বলেন, ‘এটা খুবই কষ্টকর যে, আমাদের প্রিয়জনদের বিরুদ্ধে অপরাধীরা যে অপরাধ করেছে তাদের উপযুক্ত শাস্তি আমরা দিতে পারি নাই। ’
গাজাতে হামাস ২৯৫ জন বন্দীকে, তাদের ভাষায় ‘নায়ক’, বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
গাজা থেকে হামাসের স্বরাষ্ট্রমন্ত্রী অধিবাসীদের কাছে আবেদন জানিয়েছেন উল্লাস প্রকাশ করতে যেন অস্ত্র এবং গোলা বারুদ ব্যবহার করা না হয়।
মঙ্গলবার সকালে গিলাদ শালিতকে গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা সীমান্তে নেওয়ার কথা। একই সময়ে ৪৭৭জন ফিলিস্তিনি বন্দীকে মিশর এবং ইসরায়েলের মধ্যবর্তী সালোম সীমান্তে নেওয়ার কথা।
শালিতকে ইসরায়েলি প্রতিনিধিদের উপস্থিতিতে মিশরীয়দের হাতে হস্তান্তর করা হবে। এর আগে ও ২৭জন ফিলিস্তিনি নারী বন্দীর মুক্তির বিনিময়ে শালিতের মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
বাবা-মায়ের কাছে একটি ফোন কল করার পর এবং প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর গিলাদ শালিত একটি হেলিকপ্টারে করে ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটিতে পৌঁছাবেন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১