ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মনমোহন বুদ্ধিমান, কাজপাগল: বাল থ্যাকারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১
মনমোহন বুদ্ধিমান, কাজপাগল: বাল থ্যাকারে

মুম্বাই: শিবসেনা প্রধান বাল থ্যাকারে মঙ্গলবার বলেছেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং বুদ্ধিমান, কিন্তু স্বল্পভাষী।

কে ভারতবর্ষের সেরা প্রধানমন্ত্রী ছিলেন? এই প্রশ্নের উত্তরে বাল থ্যাকারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি সম্মান প্রদর্শন করে বলেন, তার দেশ শাসন করার ক্ষমতা ছিল।

দলীয় মুখপত্র ‘দোপাহাড়কা সামনা’-এর সঙ্গে এক সাক্ষাতকারে এসব কথা বলেন থ্যাকারে।

মনমোহন সিংয়ের প্রশংসা করে থ্যাকারে বলেন, ‘আমরা জানিনা, তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে কাজ করতে কোন চাপ অনুভব করেন কিনা। কিন্তু তিনি কাজপাগল। ’

 ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার সাহস ছিল। থ্যাকারসে বলেন, তিনি (ইন্দিরা) গান্ধী পরিবার থেকে এসেছেন বিষয়টি মোটেও তা নয়। এমনি বাংলাদেশের যুদ্ধের সময়েও তিনি তাদের মন জয় করে নেন। অটল বিহারি বাজপেয়িকেও তিনি দেবি দুর্গার প্রতিনিধি বলে বর্ণনা করেন।

তিনি বলেন, তার (ইন্দিরা) সঙ্গে যে আমার মতপার্থক্য ছিল না, তা নয়। থ্যাকারে গান্ধীকে ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারির জন্য দোষারোপ করেন।

রাহুল গান্ধী এবং কংগ্রেসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাহুল গান্ধী তার বোন প্রিয়াঙ্কার মতো একজন খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।