ত্রিপোলি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মঙ্গলবার এক আকস্মিক সফরে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছেছেন। লিবিয়ার জনগণের প্রতি তার সমর্থন এবং সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই হিলারির এই অঘোষিত ত্রিপোলি সফর।
ধারণা করা হচ্ছে, হিলারি ত্রিপোলিতে মাত্র কয়েক ঘন্টা অবস্থান করবেন। তিনিই প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যিনি লিবিয়া সফর করলেন। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই সফরের কথা গোপন রাখা হয়েছিল।
এর আগে ব্রিটিশ এবং ফ্রান্সের নেতারা ত্রিপোলি সফর করেছেন। হিলারি দেশটির জাতীয় অর্ন্তবর্তী পরিষদের (এনটিসি) চেয়ারম্যান মুস্তাফা আবদুল জলিল, প্রধানমন্ত্রী মাহমুদ জিব্রিল এবং অর্থমন্ত্রী আলী তারহৌনির সঙ্গে সাক্ষাৎ করবেন।
টাউন হলে এক বৈঠকে তিনি নারী, যুবক এবং সুশীল সমাজের নেতাদের সঙ্গে মিলিত হবেন।
মার্কিন কর্মকর্তারা জানান, এনটিসি এবং লিবীয় জনগণের প্রতি সমর্থন জানাতেই এই সফর। একই সঙ্গে লিবিয়ার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুভ সূচনা হলো।
এর আগে,মঙ্গলবার সকালে দেশটির ক্ষমতাচ্যুত পলাতক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির নিজ শহর সিরতের চারপাশে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য,সিরতে এনটিসি সেনারা গাদ্দাফি অনুগত সেনাদের কাছ থেকে ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, প্রায় এক হাজার লিবীয় যোদ্ধা শহরের পূর্বাঞ্চল থেকে হামলা চালায়।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১