ঢাকা: গত এক দশকে বিশ্বব্যাপী ম্যালেরিয়া রোগে মৃত্যু হার কমেছে ২০ ভাগ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এ তথ্য জানিয়েছে।
ম্যালেরিয়া হচ্ছে বর্তমান বিশ্বে বিশেষ করে আফ্রিকা মহাদেশে অন্যতম প্রাণঘাতী রোগ।
সংস্থার নতুন এক প্রতিবেদনে বলা হয়- বিশ্বের ১০৮টি দেশে ম্যালেরিয়া যে মারাত্মকভাবে জেঁকে বসেছিল তার এক-তৃতীয়াংশ কমে এসেছে। ১০ বছরের মধ্যে এ রোগ সম্পূর্ণ নির্মূল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান লক্ষ্যমাত্রা অব্যাহত থাকলে আগামী ২০১৫ সালের মধ্যে আরো ৩০ লাখ লোকের প্রাণ বাঁচানো যাবে।
২০০৯ সালে ম্যালেরিয়ায় সাত লাখ ৮১ হাজার মানুষ মারা গেছে। মশাবাহিত এ রোগে শতকরা ৮৫ ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে সাব-সাহারা অঞ্চলে। আর মৃতদের মধ্যে বেশিরভাগই ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত মরক্কো, তুর্কমেনিস্তান ও আর্মেনিয়া থেকে সম্পূর্ণভাবে এ রোগ নির্মূল করা হয়েছে। ২০১৫ সালের মধ্যে পুরো ইউরোপ অঞ্চলসহ আরো আট থেকে দশটি দেশকে ম্যালেরিয়া মুক্ত করা হবে।
২০০০ সালে এ রোগে আক্রান্ত হয়েছিল ২৩ কোটি ৩০ লাখ মানুষ আর মৃত্যু হয়েছে নয় লাখ ৮৫ হাজার মানুষের।
২০০৯ সালে এ রোগে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছিল। ওই বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয় ২২ কোটি ৫০ লাখ মানুষ আর মারা গেছে সাত লাখ ৮১ হাজার মানুষ।
বর্তমানে বিশ্বের ১০৮টি দেশে এ রোগের অস্তিত্ব রয়েছে এবং মারাত্মকভাবে আক্রান্ত দেশগুলোতে জাতীয় প্রবৃদ্ধি কমে যাওয়ার পরিমাণ হচ্ছে- শতকরা এক দশমিক তিন ভাগ।
১৯৫৫ সাল থেকে হু`র নেতৃত্বে বিশ্বে ম্যালেরিয়া রোগ নির্মূলের অভিযান শুরু হয়। এরপর ১৬টি দেশে এ রোগ নির্মূল সম্ভব হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১