ইস্তাম্বুল: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে পুলিশ ও সেনাবাহিনীর চৌকিতে কুর্দি বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ২১ জন তুর্কি সেনা নিহত হয়েছে। বুধবার তুরস্কের কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
কুর্দি অধ্যুষিত প্রদেশ হাক্কারির গভর্নর মুয়াম্মের তারকার এই হতাহতের খবর নিশ্চিত করেছেন।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিতলিস প্রদেশে এক হামলায় পাঁচ পুলিশ সদস্য ও আরও তিনজন মানুষ নিহত হওয়ার একদিন পরে এই ঘটনা ঘটল।
ওই অঞ্চলে নৃতাত্বিক কুর্দি সম্প্রদায়ের লোকেরা সংখ্যাগরিষ্ঠ। এখানে বিচ্ছিন্নতাবাদী কুর্দি বিদ্রোহীদের কারণে সম্প্রতি সহিংসতা ভয়াবহ রকম বেড়েছে।
বিদ্রোহীরা কুর্দি রাজ্যের স্বায়ত্বশাসন চায়। এই দাবিতে সরকারের নিরাপত্তা বাহিনীর বহু সদস্যকে হত্যা করেছে তারা। গত মধ্যজুলাই থেকে এ পর্যন্ত ১৭ জন বেসামরিক লোক এই সহিংসতার শিকার হয়েছেন।
১৯৮৪ সালে সংঘর্ষ শুরুর পর থেকে এ যাবত দশ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১