এথেন্স: গ্রিসে সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে বুধবার ডাকা ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘটে বিমান, অধিকাংশ জনসেবামূলক প্রতিষ্ঠান, দোকানপাট এবং অফিস আদালত বন্ধ রয়েছে।
সরকারের ব্যয় কাটছাটের পক্ষে সংসদে সর্বশেষ রাউন্ড ভোটের প্রস্তুতির আগে এই ধর্মঘট ডাকা হলো।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্ব ব্যাংক ব্যয় সংকোচনের জন্য গ্রিসের ওপর চাপ দিয়ে আসছে।
একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি এথেন্স থেকে জানান, গত কয়েক সপ্তাহ ধরেই গ্রিসে প্রতিবাদের গতি বৃদ্ধি পেয়েছে।
বুধ ও বৃহস্পতিবারের এই ধর্মঘট আহ্বান করেছে গ্রিসের দুটি বড় ট্রেড ইউনিয়ন, যারা সরকারি এবং ব্যক্তিমালিকানা খাতের শ্রমিকদের নেতৃত্ব দেয়।
সরকারি দপ্তর, ব্যবসা-প্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধ রয়েছে। ছোট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং দোকানদাররা প্রথমবারের মতো এই ধর্মঘটে অংশ নিয়েছেন।
ধর্মঘট চলাকালে বিমান ট্রাফিক নিয়ন্ত্রণকারীরা ১২ ঘণ্টার কর্মবিরতি পালন করবে এবং ট্রেন, বাস, ট্যাক্সি ও লরির চলাচল করবেনা বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১