ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যৌথভাবে পরমাণু জ্বালানি উৎপানে রাশিয়াকে প্রস্তাব দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০
যৌথভাবে পরমাণু জ্বালানি উৎপানে রাশিয়াকে প্রস্তাব দিয়েছে ইরান

তেহরান: রাশিয়ার সহায়তায় নির্মিত ইরানের বুশেহর প্রকল্পসহ ভবিষ্যতে যৌথভাবে জ্বালানি উৎপাদনের জন্য মস্কোকে প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বৃহস্পতিবার এ কথা জানান।



রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি জানান, “আমরা রাশিয়াকে প্রস্তাব করেছি তাদের দেশের অনুমোদন সাপেক্ষে একটি সংস্থা গঠন করতে। যাতে তারা রাশিয়া এবং ইরান দুই দেশেই কাজ করতে পারে। ” তিনি বলেন, মস্কো প্রস্তাব ভেবে দেখছে। আমাদের ইউরেনিয়াম উৎপাদন এবং পরমাণু জ্বালানি স্থানান্তরের বিষয়টি আমরা বিশ্বকে দেখাতে চাই ।

ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চতুর্থ বারের মতো নিষেধাজ্ঞা জারি করেছে।

তবে, ইরান দাবি করছে, গবেষণা চুল্লির জন্য পরমাণু জ্বালানি তৈরিতে তারা ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে।

গত সপ্তাহে রাশিয়ার সহায়তায় ইরান প্রথম পরমাণু চুল্লি স্থাপনার কাজ শুরু করে। রাশিয়া ১০ বছর ওই স্থাপনায় জ্বালানি সরবরাহ করবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।