ইসলামাবাদ: তালেবানরা অস্ত্র ত্যাগ করলে পাকিস্তান তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে বলে জানিেেয়ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক।
জঙ্গিদের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলওয়াল ভুট্টোকে অপহরণে রপরিকল্পনা এবং বেনজীর ভূট্টো হত্যাকা- বিষয়ে কথা বলতে গিয়ে এ কথা বলেন মালিক।
পাঞ্জাব প্রদেশের প্রয়াত গভর্নর সালমান তাসিরের ছেলে জঙ্গিদের হাতেই অপহৃত হয়েছেন বলে দাবি করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘তালেবানরা ‘কালাকাশনিকভ’ ত্যাগ না করলে তাদের সঙ্গে কোনো আলোচনা নয়। ’
সমঝোতায় পৌঁছতে তালেবান ও পাকিস্তান আরোচনার টেবিলে বসতে প্রস্তুত এমন কথা শোনা যাচ্ছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধরত তালেবান জঙ্গিদের অস্ত্র পরিত্যাগ করার নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, জঙ্গিদের সঙ্গে আলোচনায় বসার জন্য এর আগে এরকম কোনো পূর্বশর্ত ছিল না। আলোচনা অনেক হয়েছে কিন্তু জঙ্গিগোষ্ঠীগুলো কখনও সহিংসতা থামায়নি।
এ মাসের প্রথমদিকে পাকিস্তানের একজন জ্যেষ্ঠ তালেবান নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘২০১৪ সালের আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনারা চলে না যাওয়া পর্যন্ত ইসলামাবাদের সঙ্গে কোনও আলোচনা ফলপ্রসূ হবে না। ’
এদিকে, জঙ্গিদের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য ওয়াশিংটন পাকিস্তানের ওপর চাপ প্রয়োগ করে আসছে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা,অক্টোবর ১৯, ২০১১