নিউইয়র্ক: জাতিসংঘের নির্যাতন বিষয়ক তদন্ত কমিটির প্রধান জুয়ান মেনদেজ শাস্তির অংশ হিসেবে কারাবন্দিদের নির্জন কক্ষে না রাখার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
মেনদেজ জানান, এই ধরনের নিঃসঙ্গতা বন্দিদের মারাত্মক মানসিক এবং শারীরিক সমস্যা তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, ‘বন্দিদের জন্য স্বল্পকালীন নিঃসঙ্গতা গ্রহণযোগ্য হলেও ১৫ দিনের বেশি নির্জনকক্ষে বন্দি নিষিদ্ধ হওয়া উচিৎ। ’
নির্জনকক্ষে বন্দি রাখার নিয়ম অনেক দেশেই রয়েছে কিন্তু এর অপপ্রয়োগ হচ্ছে বলে জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকার কমিটির কাছে অভিযোগ করেন মেনদেজ।
তিনি জানান, যুক্তরাষ্ট্রে ২০ থেকে ২৫ হাজার বন্দিকে নির্জন কক্ষে রাখা হয়। একজন নারীকে দুই বছর নির্জন কক্ষে বন্দি রাখার জন্য চীনের সমালোচনা করেন তিনি।
উল্লেখ্য, চীনা কর্তৃপক্ষ বিদেশিদের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে এক নারীকে আট বছরের কারাদ- দেয়। এর মধ্যে তাকে দুই বছর নির্জনকক্ষে বন্দি রাখা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১