ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

চলতি বছরে ৩৯৬,০০০ প্রবাসীকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১
চলতি বছরে ৩৯৬,০০০ প্রবাসীকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্র সরকার ২০১১ অর্থবছরে রেকর্ড সংখ্যক প্রবাসীকে স্বদেশে ফেরত পাঠিয়েছে। এ বছর ৩ লাখ ৯৬ হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে বলে মার্কিন অভিবাসন এবং শুল্ক দপ্তর গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।


 
অভিবাসন এবং শুল্ক দপ্তর এক বিবৃতিতে জানায়, এদের মধ্যে ২ লাখ ১৬ হাজার ৬৯৮ জনকে ফেরত পাঠানো হয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য- যা মোট সংখ্যার ৫৫ শতাংশ।

মার্কিন অভিবাসন এবং শুল্ক দপ্তরের পরিচালক জন মর্টন বলেন, ‘এতো সংখ্যক অপরাধী, সাম্প্রতিক সময়ের সীমান্তপথে অনুপ্রবেশকারী এবং অভিবাসন আইন লঙ্ঘনকারী কুখ্যাত অপরাধীদের ‘এর আগে কখনও ফেরত পাঠানো হয়নি। ’

অর্থ বছর শেষ হয়েছে গত ৩০ সেপ্টেম্বর। এই সময়ে সংগৃহীত পরিসংখ্যানে দেখা গেছে, সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের শাসনের শেষ সময়ের চেয়ে বারাক ওবামার প্রশাসন ২০১১ সালে ২৭ হাজার জনেরও বেশি লোককে বহিষ্কার করেছে।
 
স্বদেশে ফেরত পাঠানো লোকদের মধ্যে, ২১ লাখ ৬ হাজার ৬৯৮ জন অভিযুক্ত অপরাধী, ৪৪ হাজার ৬০০ জন মাদক সংক্রান্ত অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত, ৩৫ হাজার ৯২৭ জন মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত, ৫ হাজার ৮৪৮ জন যৌন অপরাধী এবং ১ হাজার ১১৯ জন খুনী।

মঙ্গলবারের এই ঘোষণার পর অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো সরকারের এই কাজের তীব্র সমালোচনা করেছে।

তাদের অভিযোগ, নিরপরাধ হাজার হাজার মানুষ নানা অপরাধের অভিযোগে ওবামার জেলখানায় বন্দি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।