ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

দুই সপ্তাহে মোবাইল বিল দুই লাখ ডলার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১
দুই সপ্তাহে মোবাইল বিল দুই লাখ ডলার!

মিয়ামি (ফ্লোরিডা): মাত্র দুই সপ্তাহে মোবাইল বিল দুই লাখ মার্কিন ডলার! মনে হবে সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে ভুল করেছে। কিন্তু তা নয়, সত্যি সত্যিই এই অবিশ্বাস্য বিল এসেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা অঙ্গরাজ্যের সেলিনা অ্যারোনস নামের এক নারীর।



দুই লাখ এক হাজার মার্কিন ডলার মোবাইল বিল দেখে প্রথমে রীতিমতো ভিমড়ি খেয়ে গিয়েছিলেন সেলিনা। সেবাদানকারী প্রতিষ্ঠান টি-মোবাইলের কাছে অভিযোগ করেন তিনি। কিন্তু তারা জানিয়ে দেয়, তাদের হিসাবে কোনো ভুল নেই।

এর পর তিনি মায়ামি টেলিভিশন কেন্দ্র ডব্লিউএসভিএন এর কাছে যান।   তারা আবার টি মোবাইলের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু টেলিভিশনের খবরে বলা হয়, টি-মোবাইল অ্যারোনসের বিল দুই হাজার ৫০০ মার্কিন ডলার কমিয়েছে এবং বাকি টাকা পরিশোধের জন্য ৬ মাস সময় দেওয়া হয়েছে।

অ্যারোনেসের মোবাইল ড্যাটা প্ল্যানে তার আরও দুই ভাই অন্তর্ভূক্ত থাকে। এতে সাধারণত খরচ হয় কমবেশি ১৭৫ ডলার। কিন্তু হঠাৎ করে এই অবিশ্বাস্য মোবাইল বিলের কারণ পরে জানা গেলো। সেলিনার দুই ভাই অন্ধ ও বোবা। তাদের সঙ্গে যোগাযোগের সহজ মাধ্যম মোবাইলে ক্ষুদে বার্তা বিনিময়।

সম্প্রতি দুই ভাই দুই সপ্তাহ কানাডায় কাটান। সেখান থেকে তারা দুই হাজার ক্ষুদে বার্তা পাঠান এবং ভিডিও ডাউনলোড করেন। আন্তর্জাতিক ড্যাটা প্ল্যান না করায় এতে খরচ পড়ে যায় বেশি। আর একারণেই এই অবিশ্বাস্য বিল।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।