ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

বাবা হলেন নিকোলা সারকোজি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১
বাবা হলেন নিকোলা সারকোজি

প্যারিস: ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বাবা হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে সারকোজির স্ত্রী ফার্স্ট লেডি কার্লা ব্রুনি মেয়ে সন্তান প্রসব করেন।

এই প্রথম দায়িত্ব পালনরত ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট বাবা হলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্যারিসের লা মুয়েট ক্লিনিকে পৌঁছার কয়েক ঘণ্টা পরই বাচ্চা প্রসব করেন ব্রুনি। এরই মধ্যে নিকোলা সারকোজি তার নবজাতক মেয়েকে দেখে গেছেন। এরপর ইউরো অঞ্চলের সংকট নিয়ে আলোচনায় জার্মানিতে গেছেন।

ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ থেকে জানানো হয়েছে, এর আগের স্বামীর ঔরসে কার্লা ব্রুনির এক ছেলে রয়েছে। আর নিকোলা সারকোজির (৫৭) রয়েছে তিন ছেলে।

ফরাসি গণমাধ্যম জানিয়েছে, গ্রিনিচ সময় ১৮.০০টায় মেয়েশিশুটির জন্মেছে।

ইউরোপ ১ রেডিও জানিয়েছে, কার্লা ব্রুনি (৪৩) সন্তান প্রসবের পর সুস্থ আছেন।

ক্লিনিকটির আশপাশে চলতি মাসের শুরু থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্লিনিকের আশপাশের রাস্তাও বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।