ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলার আহবান হিলারির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১
তালেবানের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলার আহবান হিলারির

কাবুল: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তালেবানের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলার আহবান জানালেন। বুধবার  আফগানিস্তান সফরে হিলারি এই আহবান জানালেন।



তালেবানদের সঙ্গে চলমান বিবাদ মিটিয়ে ফেলার বিষয়ে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইকে উৎসাহ দিতে ক্লিনটন  এখন আফগানিস্তান সফরে রয়েছেন।

তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার কয়েকজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী নিহত হওয়ায় হামিদ কারজাই হতাশার মধ্যে আছেন।

উল্লেখ্য, সাবেক আফগান প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রাব্বানি গত মাসে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার সময়ে তার নিজ বাড়িতে নিহত হন। তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় রাব্বানি দেশটির শীর্ষ মধ্যস্থতাকারী ছিলেন।

মার্কিন কর্মকর্তারা জানান, হিলারি আফগানদের বোঝাতে চান যে, ওয়াশিংটন তাদের সঙ্গে দীর্ঘদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং তাদের হাতে নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে যুত্তরাষ্ট্রের।

উল্লেখ্য, ২০১৪ সালে ন্যাটো সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যাবেন।    

হিলারির সঙ্গে আফগান সফররত সাংবাদিকরা জানান, হিলারি আফগানিস্তানের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন।

বুধবার বিকেলে আফগানিস্তান পৌঁছা পর্যন্ত তার এই সফরের খবর গোপন রাখা হয়েছিল। হিলারি ক্লিনটনের  আফগান সফর নিয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠকে হিলারি পাক- আফগান সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।