বেইজিং: পাকিস্তানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য পদ দেওয়ার পক্ষে সমর্থন দিয়েছে চীন। গত বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং উ একথা বলেছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া।
জিয়াং বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্তির জন্য পাকিস্তানের অনুরোধ চীন খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে।
আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকাকে চীন সমর্থন জানায় বলে উল্লেখ করেন তিনি। এছাড়া, পাকিস্তানকে চীনের সার্বক্ষণিক কৌশলগত অংশীদার বলেও উল্লেখ করেন জিয়াং।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে পাকিস্তান নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভের ইচ্ছা প্রকাশ করে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মোট ১৫টি সদস্য দেশ নিয়ে গঠিত। এর মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন স্থায়ী সদস্য। অন্য অস্থায়ী সদস্যগুলো প্রতি দুই বছর মেয়াদে নির্বাচিত হয়।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘন্টা,অক্টোবর ২০,২০১১