ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির জন্মশহর সিরতের পতন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১
গাদ্দাফির জন্মশহর সিরতের পতন

সিরতে: লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সিরতের নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে। বৃহস্পতিবার ওই শহরের একাধিক প্রত্যক্ষদর্শী এ কথা নিশ্চিত করেছেন বলে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।



লিবিয়ার জাতীয় অন্তর্বর্তীকালীন সরকারের (এনটিসি) একজন সদস্য হাসান দ্রাওয়া সিরতে পতনের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের বাহিনী সিরতের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। শহরটির এখন সম্পূর্ণ স্বাধীন। ’

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়েছে, সিরতেই গাদ্দাফির অনুগত সেনাদের নিয়ন্ত্রণে থাকা অবস্থানগুলো দখলে নিয়েছে বিদ্রোহীরা সেনারা।

রাজধানী ত্রিপোলির পতনের পর সিরতে দখলের জন্য একাধিক অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছিল এনটিসি বাহিনী। চরম প্রতিরোধের মুখে কয়েকবার পিছু হটতে বাধ্য হয় তারা। ত্রিপোলি পতনের দুই মাস পর অবশেষে শহরটির পতন ঘটল।

সেখানে অবস্থারত সাংবাদিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চূড়ান্ত লড়াই শুরু হয়। টানা ৯০ মিনিট যুদ্ধ চলে। এই অভিযানের মাত্র কিছু সময় আগে পাঁচটি গাড়িতে করে গাদ্দাফির অনুগত সেনারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বিদ্রোহী যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে। বিদ্রোহী সেনাদের গুলিতে তাদের কমপক্ষে ২০ জন সদস্য নিহত হয়েছে।

সিরতের পতনের পর এনটিসি সেনারা বিভিন্ন ভবনে গাদ্দাফি সেনাদের খুঁজতে অভিযান শুরু করেছে। গাদ্দাফি বাহিনীর কমপক্ষে ১৬ জন সদস্য তাদের হাতে আটক হয়েছে বলে জানা গেছে।

সিরতে শহরে ফাঁকাগুলি করে বিজয়োল্লাস করছে এসটিসি সেনারা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।