ওয়াশিংটন: লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির আটক বা নিহত হওয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের ভিন্ন ভিন্ন প্রতিবেদন পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউজ।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ গাদ্দাফির প্রকৃত অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া বৃহস্পতিবার জানিয়েছেন, গাদ্দাফির বিষয়ে প্রকাশিত কোনো খবরই নিশ্চিত করতে পারেনি তার মন্ত্রণালয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত মঙ্গলবারই লিবিয়া সফর করেছেন। তিনি সেখানে বলেছিলেন, তারা আশা গাদ্দাফি খুব শিগগির আটক অথবা নিহত হবেন।
হিলারির লিবিয়া সফরের মাত্র দু’দিন পর বৃহস্পতিবার গাদ্দাফি আটক হলেন বা অনেকের মতে নিহত হলেন। এদিন বিকেলেই গাদ্দাফির জন্মশহর সিরতের পতন ঘটে।
লিবিয়ার জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (এনটিসি)প্রধান মুখপাত্র জালাল এল গালাল এবং সামরিক শাখার মুখপাত্র আবদুল রহমান বুসিন জানিয়েছেন, সিরতে থেকে গাদ্দাফিকে আটকের খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১