ত্রিপোলি: লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা কর্নেল গাদ্দাফির নিহত হওয়ার খবরে ত্রিপোলিতে উল্লাসে ফেটে পড়েছে জনগণ।
বৃহস্পতিবার বিকেলে এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ত্রিপোলিতে ফাঁকা গুলি করে উল্লাস প্রকাশ করে তারা।
সিরতে পতনের২০ মিনিটের মাথায় যুদ্ধক্ষেত্র থেকে একজন কমান্ডার জানান, গাদ্দাফিকে একটি গর্তের ভেতর থেকে আটক করা হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়ার পর ২০ লাখ মানুষের শহর ত্রিপোলির রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসে। তারা উল্লাসে আকাশে গুলি ছোড়ে।
ত্রিপোলির বন্দরে নোঙ্গর করা জাহাজ থেকে এক ঘণ্টারও বেশি সময় ধরে বাঁশি বাজানো হয়। মসজিদ থেকে আল্লাহর প্রশংসাসূচক প্রার্থনা প্রচার করা হয়। রাস্তায় যানবাহনের বাঁশির আওয়াজে কান প্রায় বন্ধ হয়ে যাবার জোগার।
বহু লোক এক সঙ্গে শহরের কেন্দ্রে শহীদ চত্বরের দিকে যান। এখানে দুই মাস আগে গাদ্দাফির সমর্থকরা মিছিল করেছিল।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১