ত্রিপোলি: লিবিয়ার সাবেক গাদ্দাফি সরকারের মুখপাত্র মুসা ইবরাহিমকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (এনটিসি) সশস্ত্র বাহিনীর একজন কমান্ডার।
১১ ব্রিগেডের কমান্ডার আবদুল হাকিম আল জলিল জানিয়েছেন, ইবরাহিমকে সিরতে থেকে আটক করা হয়েছে।
একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে নিহত বকরের ছবি দেখিয়ে তিনি বলেন, ‘আমি নিজে তাকে দেখেছি। ’
কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে গাদ্দাফির একাধিক সহচর নিহত হয়েছেন। তার ছেলে মোতাসিম এবং আরও কয়েকজন সহচরকে আটক করা হয়েছে।
এদিকে, ন্যাটো ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই সব খবর নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে।
তবে গাদ্দাফির মৃত্যু সংবাদে রাজধানী ত্রিপোলি ও অন্তর্বর্তী পরিষদের সদর দপ্তর বেনগাজিতে রাস্তায় নেমে উল্লাস করছে মানুষ।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১