গুজরাট: ভারতের গুজরাটে বৃহস্পতিবার রাত ১১টা ৪৮ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভূজ এলাকা যেখানে বছর দশেক আগে ভারতের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি সংঘটিত হয়েছিলো।
ইউএস জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো জুনাগড়ের ৩৮ কিলোমিটর পশ্চিমে এবং রাজকোটের ১২৬ কিলোমিটর দক্ষিণ-পশ্চিমে।
রাজকোট, পুরবন্দর, জৈতপুর, ভাবনগর ও তালালা এলাকাতেও ভূমিকম্প আঘাত হেনেছে।
এছাড়া সুরাট, আহমেদাবাদ ইত্যাদি স্থানেও কম্পন অনুভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তালালা শহরে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়।
বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১