ঢাকা: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি লুইস মরগান ওকাম্পো বলেছেন, ‘সদ্য নিহত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি যে বিদ্রোহীদের দমাতে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন তার প্রমাণ রয়েছে। বস্তুত তার নির্দেশে হাজার হাজার লিবীয় নারীকে ধর্ষণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গাদ্দাফি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বিদ্রোহী নারীদের র্ধষণের জন্য যে গাদ্দাফি সমর্থকদের উত্তেজিত করতে ভায়াগ্রা সরবরাহ করা হয়েছিলো তারও সম্ভাব্য প্রমাণ খুঁজছে আন্তর্জাতিক আদালত।
তবে এ ব্যাপারে লিবীয় কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায় নি।
গত মাসে মরিনো ওকাম্পো আন্তর্জাতিক আদালতের বিচারকদের প্রতি কর্নেল গাদ্দাফি, তার ছেলে সাইফ আল হাসান ও গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সানুসির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহবান জানিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১