কারাকাস: গাদ্দাফিকে হত্যার নিন্দা জানিয়ে তাকে ‘শহীদ’ আখ্যা দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। দীর্ঘদিনের বন্ধু গাদ্দাফি বৃহস্পতিবার দেশটির বিদ্রোহীদের হাতে আটক ও নিহত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটি বর্বর ও নিষ্ঠুর হত্যাকাণ্ড।
তিনি ঘোষণা করেন, লিবিয়ার লৌহমানব গাদ্দাফি শহীদ হিসেবে ইতিহাসের পাতায় টিকে থাকবে।
তিনি বলেন, ‘দুঃখজনকভাবে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তারা গাদ্দাফিকে খুন করেছে। এটা চরম নিষ্ঠুরতা। ’
সমাজবাদী এই নেতা আরও বলেন, ‘আমরা তাকে একজন মহৎ যোদ্ধা, অভ্যুত্থানকারী ও শহীদ হিসেবে সব সময়ই স্মরণ করবো। ’
গাদ্দাফির লিবিয়াকে ‘অংশগ্রহণমূলক গণতন্ত্রের মডেল’ বলে উল্লেখ করতেন হুগো চাভেজ।
চাভেজ কঠোরভাবে মার্কিনবিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবী। আর মার্কিনবিরোধী অবস্থানের কারণে গাদ্দাফির সঙ্গে তার দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল।
গত আগস্টে চাভেজ বলেছিলেন, গাদ্দাফির আমল শেষে কোনো পরিবর্তনকালীন সরকারকে তিনি স্বীকার করেন না। তিনি ঘোষণা দেন, লিবিয়ার যে কোনো নতুন নেতাকেই পশ্চিমারা ‘পুতুল’ বানিয়ে রাখবে।
এই বছরের প্রথম দিকে গাদ্দাফির ভেনিজুয়েলায় পালিয়ে যাওয়া নিয়ে গুজব উঠেছিল।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১