ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফিকে গোপনে সমাহিত করা হবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১
গাদ্দাফিকে গোপনে সমাহিত করা হবে

ত্রিপোলি: নিহত লিবীয় নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির শেষকৃত্য অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করার পরিকল্পনা করছে জাতীয় অন্তবর্তীর্কালীন পরিষদ (এনটিসি)।

বৃহস্পতিবার মৃত্যু নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গাদ্দাফিকে সমাহিত করার কথা বলেছিলেন তারা।

কিন্তু কখন, কোথায় তাকে সমাহিত করা হবে শুক্রবার সকাল পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি বলে জানা গেছে।

এদিকে, একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গাদ্দাফির মরদেহ মিসরাতা শহরের একটি হীমাগারে রাখা হয়েছে।

শুক্রবার সকালের দিকে এনটিসি নিশ্চিত করেছে, বৃহস্পতিবার নিজ শহর সিরতেই আটক হওয়ার পর বিদ্রোহী সেনাদের গুলিতে নিহত হয়েছেন গাদ্দাফি।

ওই দিন সিরতের পতনের পর পরই গাদ্দাফি নিহত হন।

এদিকে, খুব শিগগিরই লিবিয়া অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে বলে আশা করছে ন্যাটো।

এ ব্যাপারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আলাইন জুপ্পি বলেছেন, ‘গাদ্দাফির মৃত্যুর সাথে লিবিয়াতে যৌথবাহিনীর সামরিক অভিযান শেষ হয়ে গেছে বলে ধরা নেওয়া যায়। ’

তিনি বলেন, ‘আমার মনে হয়, এখন আমরা বলতে পারি সামরিক অভিযান শেষ হয়ে গেছে। সম্পূর্ণ লিবিয়া এখন এনটিসির নিয়ন্ত্রণে। ’

ভারতের ইউরোপ-১ রেডিওতে একথা বলেছেন জুপ্পি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।