ইসলামাবাদ: আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
তিনি বলেছেন, ‘আফগানিস্তানের শান্তি ও নিরাপত্তার জন্য ওয়াশিংটন- ইসলামাবাদ একযোগে কাজ করবে।
সম্প্রতি পাকিস্তান সফরে এসে এইসব কথা বলেছেন এই শীর্ষ মার্কিন কূটনীতিক। পাকিস্তানের জাতীয় দৈনিকগুলো হিলারি উদ্ধৃতি দিয়ে এই খবর পরিবেশন করেছে।
হিলারি বলেন, ‘দুই মিত্র দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি হচ্ছে। দুটি বিষয় আমাদের একসঙ্গে করতে হবে। প্রথমতঃ হাক্কানি নেটওয়ার্কসহ সব জঙ্গিগ্রুপকে তাদের নিরাপদ স্বর্গের বাইরে কোণঠাসা করতে হবে যাতে সীমান্তে হামলা পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে না পারে। দ্বিতীয়তঃ আফগান সীমান্তে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল ভেঙে দিতে হবে যাতে তারা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তান হামরা করতে না পারে। ’
সীমান্তের ওপার থেকে পাকিস্তানের ওপর হামলা বন্ধের জন্য আফগানিস্তান ভিত্তিক জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তান কয়েক মাস ধরে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীকে চাপ দিয়ে আসছে।
হিলারি জোর দিয়ে বলেন, ‘ওয়াশিংটন আফগানিস্তানের নেতৃত্বে শান্তি প্রক্রিয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ‘যৌথভাবে এগিয়ে যাওয়ার ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান ৯০-৯৫ ভাগ বিষয়ে একমত। ’
হিলারি বলেন, ‘আমাদের লক্ষ্য একই এবং লক্ষ্য অর্জনের জন্য একই সঙ্গে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ। ’
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা,অক্টোবর ২৪,২০১১