সিডনি: গত এক বছরের মধ্যে ১৫ হাজার ৬৬ জন বিদেশী শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। সরকারের এই সিদ্ধান্তে সবচে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতীয় শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, একাধিক বা সবক’টি ক্লাসে টানা অনুপস্থিতির কারণে ভিসা হারিয়েছেন ৩ হাজার ৬২৪ জন শিক্ষার্থী। ভিসা বাতিল হওয়া মোট শিক্ষার্থীর মধ্যে এই পরিমাণ ৩৭ শতাংশ।
অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে ভারতীয় শিক্ষার্থীরা। দেশটিতে বিদেশী শিক্ষার্থীদের মধ্যে ছয় জনে একজনই ভারতীয়।
অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ তাদের ভিসা প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করে। তা সত্ত্বেও অনেক বিদেশী শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হলেও দেশে ফেরেন না এবং শেষ পর্যন্ত অবৈধ অভিবাসী হিসেবে থেকে যান।
জানা যায়, বিদেশী শিক্ষার্থীদের অনেকে পড়াশুনার জন্য ভিসা নিয়ে অস্ট্রেলিয়া গিয়ে অর্থের লোভে কাজ করতে শুরু করেন। অনেকে ক্লাসে নিয়মিত উপস্থিত থাকেন না।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১