ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পের চারদিন পর উদ্ধার হলো এক কিশোর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১
ভূমিকম্পের চারদিন পর উদ্ধার হলো এক কিশোর

আঙ্কারা: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের চারদিন পর ধ্বংসস্তুপ থেকে ১৩ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করা হয়েছে।

এরিকস শহরের একটি দালানের ধ্বংসস্তুপ থেকে ফারহাত তোকে নামের এই কিশোরকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফারহাতকে উদ্ধারকারী দলের একজন বলেন, ‘কিশোরটিকে সারা’র একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো। ’

ফারহাতকে উদ্ধারের কয়েক ঘণ্টা আগেই উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছিল। কিন্তু ফারহাতকে পাওয়ার পর আরও মানুষের সন্ধান পাওয়া যেতে পারে বলে উদ্ধার কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে উদ্ধারকারী দল কর্তৃপক্ষ।

গত রোববার ৭.২ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৫২৩ জন মানুষ মারা গিয়েছে। তুরস্কের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়ংকর ভূমিকম্প। ভূমিকম্প পরবর্তীতে মোট ১৮৫ জনকে উদ্ধার করা হলেও কর্তৃপক্ষ মনে করছে এখনও অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছেন। কারণ প্রায় শতাধিক মানুষ এখনও নিখোঁজ।

বৃষ্টি এবং তুষারপাতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে বলেও জানা যায়।

এদিকে তুরস্কের ভূমিকম্প পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক বিশ্ব সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তুরস্কের দিকে।

তুরস্কের এরিক শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ভূমিকম্পের কারণে। এরিক শহরের ধ্বংস্তুপ থেকে উদ্ধার হওয়া একজন নাগরিক জানান, ‘আমরা শীত সহ্য করতে পারছি না, কিন্তু আমরা কি করবো? আমরা আমাদের সব হারিয়েছি। আমাদের আত্মীয় স্বজন দালানের নিচে চাপা পড়ে মারা গেছে। আমার চোখের সামনে আমার বাবাকে চাপা পড়তে দেখেছি। ’

বাংলাদেশ সময়: ১২৪১, ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।