আরবা মিনখ: সোমালী জঙ্গিদের বিরুদ্ধে ইথিওপিয়া থেকে ড্রোন হামলা পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। সোমালিয়ার ইসলামী জঙ্গি নিধনের অংশ হিসেবে তারা এ হামলা চালাচ্ছে।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায়, ইথিওপিয়ার দক্ষিণের শহর আরবা মিনখ থেকে অভিযান পরিচালানা করা হচ্ছে।
তবে ড্রোন বিমানগুলো শুধুমাত্র পর্যবেক্ষণ কাজে ব্যবহার হচ্ছে বিমান হামলার জন্য নয় বলেও জানায় মার্কিন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কয়েকদিন আগেই সোমালিয়ার জঙ্গি গ্রুপ আল শাহবাব নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন হামলায় বেশ কয়েকজন আল শাহবাব সমর্থক নিহত হয়।
আল কায়েদা এবং তাদের মদদপুস্ট সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে অব্যাহত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তারা জানায়।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১